মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫–২০২৭) নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে মো. শাহানুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
বিয়ে করলেই মিলতে পারে নাগরিকত্ব:যে দেশগুলোতে এটি সম্ভব
শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. সুরুষ খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে জাহাঙ্গীর আলম বিশ্বাস (স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার ও আরটিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মো. শাহানুর ইসলাম (জেলা প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (সম্পাদক, আমার নিউজ ও জেলা প্রতিনিধি, বাংলাভিশন) ৬ ভোট পান।
অন্যান্য নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি:
শাহজাহান বিশ্বাস (নিউ এইজ) – ৪৭ ভোট
আবুল বাশার আব্বাসী – ৩১ ভোট
যুগ্ম সাধারণ সম্পাদক:
রিপন আনসারী (জিটিভি ও মানবজমিন) – বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সহ-সাধারণ সম্পাদক:
জাহিদুল ইসলাম চন্দন (দীপ্ত টিভি) – ৩০ ভোট
প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন (ডিবিসি নিউজ) – ২৩ ভোট
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) – ৩১ ভোট
প্রতিদ্বন্দ্বী আব্দুল আলীম (দেশ টিভি) – ২২ ভোট
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা) – ৩৬ ভোট
প্রতিদ্বন্দ্বী মো. সোহেল হোসেন (ঢাকা পোস্ট) – ১৭ ভোট
দফতর সম্পাদক:
আজিজুল হাকিম (মাই টিভি ও দৈনিক বাংলা) – বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
কোষাধ্যক্ষ:
শাহিন তারেক (দৈনিক ইনকিলাব) – বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সুরুষ খান। কমিশনের অন্যান্য সদস্য ছিলেন দৈনিক যুগান্তর–এর স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং দৈনিক সমকাল–এর প্রতিনিধি অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব।
বর্ষায় তৈলাক্ত ত্বকে ভরসা রাখুন এই ৩টি মুলতানি মাটির ফেসপ্যাকে
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply