কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে জমির উদ্দিন (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ট্রাম্পের হুঁশিয়ারি”ইরানকে কিছু দিচ্ছি না, আলোচনাও করছি না”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে স্থানীয় একটি চায়ের দোকানে বাকবিতণ্ডার জেরে ছাত্রদল নেতা অনিক খানকে চড় মেরেছিলেন জমির উদ্দিন। সেই পুরোনো বিরোধের জের ধরে সোমবার দুপুরে অনিক খান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে জমির উদ্দিনের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, নিহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান শুরু আজ
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply