জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালনের সময় হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান।
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ
গত বছরের ২৬ নভেম্বর তাঁকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শিদকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন দিয়েছিল সংগঠনটির কেন্দ্রীয় পরিষদ।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন রাশেদ খান। সেখানে তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
প্রিন্সেস ডায়ানার জন্মদিনে স্মরণ পাঁচটি আলোচিত বই
তাঁর এ সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে এটি সংগঠনের অভ্যন্তরীণ নানা জটিলতা বা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply