
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় মঙ্গলবার ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পরই বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে একটি মহাসড়কে পাথর ও মাটির নিচে চাপা পড়ে অন্তত দু’জন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিশ্ব বাণিজ্যে ৩০০ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি: জাতিসংঘের প্রতিবেদন
ভূতাত্ত্বিক পরিষেবা জানায়, স্থানীয় সময় বিকেলে রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিমে আমাতিটলান এবং আলোতেনাঙ্গো শহরের মধ্যবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
গুয়াতেমালার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেড-এর মুখপাত্র আন্দ্রেস ইরাজো জানান, “একটি মহাসড়কে ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।”
ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ এল সালভাদরেও অনুভূত হয়েছে। রাজধানীর নিকটবর্তী অ্যান্টিগুয়া গুয়াতেমালা শহরের কাছাকাছি মধ্য উচ্চভূমি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।
প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো সাংবাদিকদের জানান, ভূমিকম্পের পর একটি পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েন, যাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএফপির এক সাংবাদিক জানান, ভূমিকম্পের পরপরই রাজধানী গুয়াতেমালা সিটির বেশ কয়েকটি ভবন সতর্কতামূলকভাবে খালি করে ফেলা হয় এবং ভূমিকম্প-বিরোধী অ্যালার্ম বাজানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশ
উল্লেখ্য, ক্যারিবীয় ও কোকোস টেকটোনিক প্লেটের মিথস্ক্রিয়ার কারণে মধ্য আমেরিকা অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
Leave a Reply