পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নতুন পদ্ধতি গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। শিক্ষার্থীদের প্রতি স্বচ্ছতা নিশ্চিত করা, স্বজনপ্রীতি রোধ এবং হয়রানি বন্ধে এখন থেকে চূড়ান্ত পরীক্ষায় নাম ও রোল নম্বরবিহীন খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও ছাত্র উপদেষ্টা মো. ইলিয়াছ প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন পদ্ধতিতে পরীক্ষকরা খাতা মূল্যায়নের সময় জানতে পারবেন না কোনটি কোন শিক্ষার্থীর খাতা। এতে নম্বর টেম্পারিংয়ের অভিযোগের সুযোগ থাকবে না।
শিক্ষার্থীদের দাবি, নাম-রোলবিহীন উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি চালু হলে প্রকৃত মেধাবীরা ন্যায্য নম্বর পাবে। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, কিছু শিক্ষক পছন্দের শিক্ষার্থীদের বাড়তি নম্বর দিয়ে থাকেন, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক হয়ে ওঠে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহের বিরুদ্ধে যৌন হয়রানি ও ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ আনেন কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী। এসব অভিযোগ সামনে আসার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে।
Leave a Reply