দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে রেখেছে।
শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামে দুই কৃষককে ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ।
বগুড়ায় এনসিপির সমাবেশে সংঘর্ষ, আহত কয়েকজন
এ ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা পাল্টা প্রতিক্রিয়ায় অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামে দুই ভারতীয় নাগরিককে আটক করে। বর্তমানে তাদের ধর্মপুর ইউনিয়নের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম জানান, বিএসএফের দ্বারা বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে গ্রামবাসী এই পদক্ষেপ নিয়েছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানিয়েছেন, বিজিবি-বিএসএফের মধ্যে এখনো কোনো পতাকা বৈঠক বা চিঠি আদান-প্রদান হয়নি।
Leave a Reply