আগামী বছরের জুনে নয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) রাজধানীর মগবাজারে দীর্ঘ ১৪ বছর পর আয়োজিত জেলা ও মহানগর পর্যায়ের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
সম্মেলনে ডা. শফিক বলেন, “আমরা মনে করি, সরকারের ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার সাধন সম্ভব। তবে তা জনআস্থার উপযোগী না হলে সর্বোচ্চ এপ্রিলের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। ফেব্রুয়ারি, রোজার আগেই, সময় হিসেবে উপযুক্ত।”
গ্রামবাসীর পাল্টা প্রতিক্রিয়ায় আটক দুই ভারতীয় নাগরিক
তিনি আরও বলেন, “পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত থাকতে নির্বাচন পিআর সিস্টেমে হওয়া উচিত। যে দল যত শতাংশ ভোট পাবে, সে অনুযায়ী আসন পাবে। এতে কারও রাজনৈতিক মেরুকরণ বা দলভিত্তিক বৈষম্যের সুযোগ থাকবে না।”
নারী সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কোরআন-হাদিসবিরোধী দাবি করে জামায়াত আমির বলেন, “এসব প্রস্তাব সমাজে বিশৃঙ্খলা ডেকে আনবে। ধর্মকে বিভক্তির হাতিয়ার করা চলবে না।”
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “যারা রাজনীতি করতে চান, তারা পদ ছেড়ে দিন। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে হলে সংসদে আনুপাতিক হারে আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে।”
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, ৫ আগস্টের ঘটনার পর কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশেরও দাবি জানান।
Leave a Reply