চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে কাতারের আমিরের বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
তার আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই সড়কে জড়ো হয়েছেন। জাতীয় ও দলীয় পতাকা হাতে তারা খিলক্ষেত, কুড়িল, বনানী, গুলশান পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে বলেছিলাম: মেজর (অব.) হাফিজ
বিএনপি নেতাকর্মীদের চলাচল ও অবস্থান সহজ করতে দলীয়ভাবে এলাকাভিত্তিক অবস্থান নির্ধারণ করা হয়েছে। উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল খিলক্ষেত পর্যন্ত, যুবদল র্যাডিসন হোটেল পর্যন্ত, দক্ষিণ বিএনপি আর্মি স্টেডিয়াম পর্যন্ত এবং অন্যান্য সহযোগী সংগঠন বনানী থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান করছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি দেশত্যাগ করেন এবং একই ফ্লাইটে আজ দেশে ফিরছেন।
Leave a Reply