শিবালয় থানার আয়োজনে রবিবার (১৮ মে) থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে। জনতার মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নদীপথে অপরাধ, বালুমহালে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) মোঃ ইমতিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা (চৌধুরী) ও শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভোজন, শিবালয় মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোঃ আলাল উদ্দিন আলাল, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ মানুষ।
বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনসচেতনতা ও সক্রিয় জনসম্পৃক্ততা। অনুষ্ঠানে উপস্থিত জনগণ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
Leave a Reply