চিত্রনায়িকা পরীমণি তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে বলেন, “আমি সুস্থভাবে বেঁচে আছি।” সোমবার (১৯ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, “মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?”—এই ক্যাপশনেই শুরু করেন তিনি।
সম্প্রতি একটি গুজবে বলা হয়, ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে পরীমণি বলেন, “চার বছর আগে যেমন বলেছিলাম, আজও তাই বলছি—আমি স্বাভাবিক মৃত্যু চাই। কখনোই আত্মহত্যার পথ বেছে নেব না।”
তিনি আরও বলেন, “আমি আমার সন্তানদের নিয়ে সুখে আছি। কেউ যদি বলে আমি আত্মহত্যা করেছি, বুঝবেন—আমাকে খুন করা হয়েছে। আমার আত্মহত্যার কোনো প্রশ্নই ওঠে না।”
লাইভে পরীমণি জোর দিয়ে বলেন, “আমি বেঁচে আছি, এটা প্রমাণিত। মরতে তো একদিন হবেই, কিন্তু সেটা হবে স্বাভাবিক মৃত্যু। সুইসাইড কখনও করব না।”
বর্তমানে তিনি একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলেও জানান। নতুন কাজ নিয়েই এখন তার মূল ব্যস্ততা।
Leave a Reply