অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “ড. ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য তার প্রয়োজন আছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, সরকারের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। উপদেষ্টাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে হবে। “গণঅভ্যুত্থানের পর জনগণের সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস যে সাফল্য দেখিয়েছেন, তা আমাদের তুলে ধরতে হবে,” বলেন তিনি।
বিশ্ব সম্প্রদায়ে ড. ইউনূসের যে মর্যাদা রয়েছে, তা রক্ষা করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তি সচেতনতা থেকে রাষ্ট্রীয় দায়বদ্ধতা
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে, বিভিন্ন বিষয়ে তাদের মতামত নিতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাতে দেওয়া যাবে না। আজকের সভ্য দুনিয়ায় সেনাবাহিনী রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয় না।”
তিনি বলেন, “সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার প্রতীক। তাদের যথাযথ সম্মান দেখাতে হবে। তবে, কোনো হঠকারী সিদ্ধান্তও নেওয়া যাবে না।”
ইনক্লুসিভনেসের নামে একতরফা রাজনৈতিক পুনর্বাসনও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। “আওয়ামী লীগের পুনর্বাসন ইনক্লুসিভনেস নয়,” বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার এই সহকারী।
সব প্রস্তুতি সম্পন্ন করে এপ্রিল-মে মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে চলতি বছরের জুলাই-আগস্টে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উদযাপন এবং আগস্টের মধ্যেই “স্বৈরাচারী খুনি হাসিনার” বিচারের প্রথম রায় প্রকাশ পাবে বলেও প্রত্যাশা করেন তিনি।
Leave a Reply