সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ থেকেই ঢাকাসহ সারাদেশে সকল জুয়েলারি দোকান বন্ধ থাকবে। সহ-সভাপতির প্রতি অবিচার এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে মো. রিপনুল হাসানের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে
উল্লেখ্য, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply