বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে এটি উপকূল অতিক্রম করা শুরু করে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নম্বর ৩)-তে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশ এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করছে। সন্ধ্যার মধ্যেই এটি উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকে পরিচয় চুরির মাধ্যমে চাকরি: নিয়োগপত্র বাতিল,দুই কর্মকর্তা বরখাস্ত
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং হাতিয়া ও সন্দ্বীপ উপজেলাসহ আশপাশের দ্বীপ ও চরসমূহ ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ:দুর্ভোগে যাত্রীরা
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
Leave a Reply