ধর্মীয় উপাসনালয়ে হামলা বা ধর্মানুভূতিতে আঘাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
আজ বুধবার দুপুর ১২টার দিকে খুলনার কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দুর্বৃত্ত ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “সমাজে সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসার মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।”
খাগড়াছড়িতে প্রশিক্ষণকালীন সময়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
পরিদর্শনকালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply