মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা আজ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং দৌলতপুর থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.আর.এম আল-মামুন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা সেবার মান উন্নয়নে কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধের উপর গুরুত্বারোপ করেন এবং জনসাধারণের প্রতি সদাচরণ বজায় রাখার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি দৌলতপুর থানার আধুনিকায়ন ও সেবামূলক কার্যক্রম সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply