শিবালয় উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাকির হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামি ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে দশচিড়া স্টেডিয়াম মাঠে।
ঈদের জামাত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “ঈদের জামাতে যেন ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় থাকে এবং মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন, সে দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
উল্লেখ্য, এ আলোচনা সভার মধ্য দিয়ে শিবালয়ে একটি কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রম শুরু হলো বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply