ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা হয়তো এবার পূরণ হতে চলেছে। অসংখ্য ক্লাব ও আন্তর্জাতিক ট্রফি জিতলেও এখনো ফুটবলের সর্বোচ্চ অর্জন—বিশ্বকাপের স্বাদ পাননি পর্তুগিজ এই মহাতারকা।
জৈন্তাপুরে বৈধ বালু উত্তোলনে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১ শ্রমিক
২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে রোনালদো শিরোপা জিততে পারেন—এমনটাই বিশ্বাস করেন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার কার্লেস পুয়োল। সদ্য সমাপ্ত উয়েফা নেশনস লিগে পর্তুগালের দাপুটে পারফরম্যান্স দেখে দলটিকে শিরোপার অন্যতম দাবিদার বলেই মনে করছেন ২০১০ সালের বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা।
মেক্সিকান চ্যানেল টুডিএন-কে দেওয়া সাক্ষাৎকারে পুয়োল বলেন,
‘হ্যাঁ, আমি মনে করি রোনালদোদের দিয়েই এবার সম্ভব। দলটি দুর্দান্ত। খেলোয়াড়েরা ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলে, শিরোপাও জিতে। তারা খুবই প্রতিযোগিতামূলক ও সংগঠিত একটি দল। বর্তমান পরিস্থিতিতে, আমি তাদের খুব বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে দেখছি।’
জুনের শুরুতে অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগে পর্তুগাল দুর্দান্ত পারফর্ম করে শিরোপা ঘরে তোলে। সেমিফাইনালে তারা ২-১ গোলে হারায় জার্মানিকে, আর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৪০ বছর বয়সেও জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রোনালদো। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে ভরসা রেখেই এগোচ্ছে রবার্তো মার্টিনেজের দল। পুয়োল বলেন,
‘সে নিজের যত্ন অসাধারণভাবে নেয়, ফুটবলই তার জীবন। একজন স্ট্রাইকার হিসেবে তার পরিসংখ্যান নিজেই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ।’
তবে বিশ্বকাপ জয়ের দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও পিছিয়ে রাখছেন না পুয়োল। ৩৭ বছর বয়সী লিওনেল মেসিকে তিনি মনে করেন ‘ইতিহাসের ও বর্তমান সময়ের সেরা খেলোয়াড়’। তাঁর মতে, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মুকুট রক্ষা করার যথেষ্ট সম্ভাবনা আছে আর্জেন্টিনার।
এখন পর্যন্ত কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপীয় অঞ্চলে পর্তুগালের বাছাইপর্ব শুরু হবে গ্রীষ্মের পর, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, আর্মেনিয়া ও হাঙ্গেরি।
তেহরানে আবারও হামলা চালাল ইসরায়েল
মেসি-রোনালদোর ক্যারিয়ারের শেষ পর্যায়ে আরেকটি বিশ্বমঞ্চের দ্বৈরথ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আর পুয়োলের মতো অনেকেই হয়তো আশা করছেন—এইবার শেষ হাসি রোনালদোরই।
Leave a Reply