যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থা রোববার (২২ জুন) এক বিবৃতিতে জানায়, হামলা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে এই কর্মসূচি বন্ধ করা যাবে না।
হামলার আগে শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অবহিত ছিলেন না
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও পরমাণু শিল্পের অগ্রগতির পথ কোনোভাবেই থামানো যাবে না। এই অগ্রগতি হচ্ছে আমাদের পরমাণু শহীদদের রক্তের ফসল।”
সংস্থাটি ইরানের জনগণকে আশ্বস্ত করে বলেছে, বাইরের কোনো হামলা বা চক্রান্ত দেশটির পরমাণু উন্নয়নকে থামাতে পারবে না।
ইরান-ইসরায়েল সংঘর্ষে বাড়ছে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা
এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা—ফোরদো, নাতানজ ও ইসফাহানে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
Leave a Reply