রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের মাধ্যমে শপথ পাঠ করানোর বিধান সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
জুলাই বিপ্লবে স্কাউট সদস্যদের আত্মত্যাগকে ‘গৌরব ও অহংকারের প্রতীক’ড. মুহাম্মদ ইউনূস
আজ সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কায়সারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
জনবান্ধব পুলিশ গঠনে কাজ চলছে:স্বরাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের সংক্রান্ত ১৯৭২ সালের মূল সংবিধানের বিধান পুনর্বহালের নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী একটি রিট দায়ের করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। এতে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
Leave a Reply