জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ :মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক বিশ্ব
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
উপাচার্য জানান, এবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০-এর বেশি নম্বর পেয়েছেন, আর বাকি ৬৬.৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে নম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। যারা সম্মান শ্রেণিতে সুযোগ পাবেন না, তারা পাস কোর্স, কারিগরি শিক্ষা বা অন্যান্য শাখায় ভর্তি হতে পারবেন।
গত ৩১ মে অনুষ্ঠিত হয় এ ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে পারবেন।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ :মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক বিশ্ব
ফলাফল জানতে মোবাইলে এসএমএস করতে হবে:
NUAT <স্পেস> রোল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply