জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
ভৈরবে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে
সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫ (ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ ওঠে।
ঘটনার তদন্তে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
বিশেষ অভিযানে আদাবর ও মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৮
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ওই অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দেন।
Leave a Reply