গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কারখানার নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম (৩০)।
সরকারি চাকরিতে ফাঁকা পড়ে আছে বিপুল সংখ্যক পদ
গতকাল সোমবার (৩০ জুন) রাতে কোনাবাড়ীর সেলিমনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সেলিমনগর এলাকার একটি বাসা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, হৃদয় কাজ শেষে বাসায় না ফেরায় শনিবার বিকেলে তাঁর ভাই লিটন ও মা তাঁকে খুঁজতে কারখানায় যান। সেখানে গিয়ে শ্রমিকদের বিক্ষোভ দেখে তাঁরা জানতে পারেন, চুরির অভিযোগ তুলে হৃদয়কে মারধর করে হত্যা করা হয়েছে।
লতিফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
পরে ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply