অপতথ্য ও ভুয়া সংবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে জাতিসংঘের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে কঠোর ব্যবস্থা:ধর্ম উপদেষ্টা
আজ বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলে ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ‘মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ।
সাক্ষাৎকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুত ‘বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন : স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের প্রাক্কালে উভয় পক্ষ মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অপতথ্য ও ভুয়া সংবাদ। এসব শুধু বিদেশ থেকে নয়, অনেক সময় দেশের ভেতর থেকেও ছড়ানো হচ্ছে। এমনকি প্রচলিত গণমাধ্যমও মাঝে মাঝে ভুল তথ্য পরিবেশন করছে।”
তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও আলোচনা করুন। একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যারা বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাদের সচেতন করা উচিত।”
ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনে গণমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে। এতে আন্তর্জাতিক মান অনুসরণে প্রয়োজনীয় প্রশিক্ষণের সুপারিশও থাকবে।
জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, “সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত দুদকের
প্রতিবেদনটি ইউএনডিপির ‘এসআইপিএস’ প্রকল্প এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়ন সংক্রান্ত নীতিমালার আলোকে প্রস্তুত করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
Leave a Reply