কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বেবিচকের নতুন চেয়ারম্যান
বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।
চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, জাফর আলমকে ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে নতুন করে আরও তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
মেহেরপুরে গাংনীতে ককটেল ফাটিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই
রিমান্ডের আদেশ পাওয়ার পর তাকে চকরিয়া থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply