জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধারণ ও ছড়িয়ে দিতে একমাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। মঙ্গলবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
টানা ৫ দিন রূপালী ব্যাংকের সব কার্যক্রম বন্ধ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব জাহিদ আহসান ও মুখপাত্র আশরেফা খাতুন। তাঁরা জানান, ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। এতে থাকবে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনসহ নানা কার্যক্রম।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
৪ জুলাই: আলোচনা সভা— ‘সাহসী সাংবাদিক সমিতি: অভ্যুত্থানের দিনলিপি’, যৌথভাবে আয়োজন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে।
৭ জুলাই: সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা।
৭-১৪ জুলাই: ‘স্বজনের সঙ্গে মোলাকাত’ কর্মসূচির অংশ হিসেবে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
১৪ জুলাই: ‘নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার’ দিবস পালন।
১৫ জুলাই: ‘উইমেন্স কার্নিভ্যাল’ আয়োজন।
১৬-১৭ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবে পালিত হবে।
১৮ জুলাই: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময়।
১৮-২৫ জুলাই: ‘জুলাই ৩৬ ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।
২১ জুলাই: মাদ্রাসাশিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়।
২৩ জুলাই: জুলাই–বিষয়ক সংগঠনসমূহকে সম্মাননা প্রদান।
২৫ জুলাই: অভ্যুত্থানে অংশ নেওয়া পথশিশু, শ্রমজীবী ও রিকশাচালকদের সঙ্গে আনন্দ উৎসব।
২৬ জুলাই: দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।
৩১ জুলাই–৫ আগস্ট: কার্জন হল, টিএসসি ও মল চত্বরে ‘জুলাই এক্সিবিশন’ আয়োজন।
২ আগস্ট (৩৩ জুলাই): ‘ফ্ল্যাগ মুভ’ কর্মসূচি।
৫ আগস্ট (৩৬ জুলাই): ‘ভিক্টোরি মার্চ’–এর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি।
সংবাদ সম্মেলনে সদস্যসচিব জাহিদ আহসান বলেন, “গত বছরের জুলাই ছিল এক ঐতিহাসিক গণজাগরণের সময়। শহীদদের আত্মত্যাগ আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছে—এই চেতনা দেশের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত
মুখপাত্র আশরেফা খাতুন বলেন, “জুলাই আমাদের জীবনের শিক্ষা। এই অভ্যুত্থানের চেতনা থেকেই গণতান্ত্রিক ছাত্রসংসদের জন্ম। আমরা চাই, জুলাই শুধুই স্মৃতি না হয়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের অংশ হয়ে উঠুক।”
Leave a Reply