আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নরসিংদীতে জালিয়াতি করে প্রকল্পের ৫২ লাখ টাকা আত্মসাৎ,গ্রেপ্তার ২
বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
দেশীয় প্রযুক্তিতে মিনি জিপ তৈরি করলেন সিলেটের জাহাঙ্গীর
এ সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।
Leave a Reply