দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। তিনি সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে একই ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি।
সফরসঙ্গী হিসেবে থাকবেন তার দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
বিএনপির সিলেট জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি। শীর্ষ নেতাদের নির্দেশে সোমবার সকাল ৮টার মধ্যেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সিলেটে ঘণ্টাখানেক অবস্থানকালে খালেদা জিয়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে এই প্রতিনিধিরা উপস্থিত জনতা ও সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন। তবে তিনি কোনো জনসমাবেশে অংশ নেবেন না।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে পৌঁছে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং টানা ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। পরে ২৫ জানুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে চিকিৎসা গ্রহণ করেন তিনি।
Leave a Reply