আগামী শুক্রবার, ৯ মে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিপক্ষ নয়,লক্ষ্য জাতীয় সনদ প্রণয়ন:ড.আলী রীয়াজ
জুলাই অভ্যুত্থান-ঘনিষ্ঠ এই প্ল্যাটফর্মের নেতৃত্বে রয়েছেন আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। আলী আহসান জুনায়েদ ছিলেন জাতীয় নাগরিক কমিটি (জানাক)-এর যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অন্যদিকে, রাফে সালমান রিফাত জানাকের সাবেক যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশের আগে তারা জানাক থেকে পদত্যাগ করেন।
উল্লেখ্য, এনসিপির সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নামও আলোচনায় এসেছিল। তবে শেষপর্যন্ত তারা উভয়ে নতুন রাজনৈতিক উদ্যোগের পথে এগিয়ে যান।
আজ সোমবার (৫ মে) আলী আহসান জুনায়েদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারষ্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের পরামর্শ, দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।”
এর আগে গত ১৬ মার্চ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত ঘোষণা দিয়েছিলেন যে, এপ্রিল মাসে জুলাই অভ্যুত্থান শক্তির একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করবে। ১০ এপ্রিল ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ্যে আনা হয়, আর এবার ঘোষণা এলো আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ ও স্থান সম্পর্কে।
Leave a Reply