বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করল পাকিস্তান
এর আগে, স্থানীয় সময় বিকেল ২টা ২০ মিনিটে তিনি ছেলে তারেক রহমানের লন্ডনের বাসা থেকে সফরসঙ্গীদের নিয়ে বিমানবন্দরের পথে রওনা হন। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন।
আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যাবেন।
Leave a Reply