ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে সমঝোতা হয়। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত।
এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী জানান, সন্ধ্যায় উভয় দেশের ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশন্স (DGMOs) সীমান্তে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে একমত হন। কিন্তু এরপরই জম্মু ও কাশ্মিরের আখনূর সেক্টরে গুলির শব্দ শোনা যায় এবং সীমান্তের কাছে একাধিক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিশ্রী বলেন, “এই হামলা অত্যন্ত নিন্দনীয়। এর সম্পূর্ণ দায় পাকিস্তানকেই নিতে হবে।” তিনি আরও জানান, ভারতীয় বাহিনী ইতোমধ্যেই পাল্টা জবাব দিচ্ছে।
পররাষ্ট্রসচিবের ভাষ্যমতে, উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে একমত হয়েছিল। কিন্তু পাকিস্তান তা ভঙ্গ করায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদির রাতের ভাষণে কী বার্তা আসছে, সেটিই এখন সকলের নজরে।
Leave a Reply