রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ৩টার দিকে কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে পড়ে যান তিনি।
সহপাঠীরা জানায়, টেস্ট পরীক্ষার রেজাল্ট সংগ্রহের জন্য তারা কলেজে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ধ্রুব তৃতীয় তলার রেলিং থেকে নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধ্রুবব্রত গাইবান্ধা সদর থানার মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি বানী ব্রত দাসের ছেলে এবং বর্তমানে টিকাটুলিতে পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলী জানান, বিষয়টি তদন্তাধীন। ধারণা করা হচ্ছে, ধ্রুব রেলিংয়ের ওপর বসা অবস্থায় পড়ে যান। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।
Leave a Reply