ইসরায়েল যদি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়াও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এমন শর্তে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনার কথা জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
বুধবার (২৮ মে) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল।
তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ:তারেক রহমান
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রেসিডেন্ট বলেন, “দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনই টেকসই শান্তির একমাত্র পথ। আমাদের ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তার অধিকারও স্বীকার করতে হবে।”
তিনি আরও বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেবে।
মোদি সরকারের মন্তব্যে‘উদ্বেগজনক’দ্বিপাক্ষিক সম্পর্ক:পাকিস্তানের প্রতিক্রিয়া
প্রাবোও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা এই সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এ সময় ফ্রান্সও জানায়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তারা তাদের সমর্থন অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
Leave a Reply