ইরানের রাজধানী তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।
ভিনদেশী নারী লিপ্সা ও মধ্যপ্রাচ্যের আত্মবিধ্বংসী রাজনীতি
সেনাবাহিনীর দাবি, এ হামলায় ইরানি সরকারের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় কারাজ এলাকার পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের দৃশ্য।
তবে ইসরায়েল দাবি করলেও ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
জৈন্তাপুরে বৈধ বালু উত্তোলনে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১ শ্রমিক
এর আগে গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসী হামলা শুরু করে। ওই হামলায় মধ্য ইরানের ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হন কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও তীব্র করে তুলেছে।
Leave a Reply