তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে অংশ নিয়ে ইরানে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
সম্মেলনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন।” তিনি অবিলম্বে ইসরায়েলের এসব উসকানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানান এবং দেশটিকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
শনিবার (২১ জুন) সম্মেলনের দ্বিতীয় পর্বে ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে এই বক্তব্য দেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড কেবল এই অঞ্চলেই নয়, গোটা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে জবাবদিহিতার কাঠামো গড়ে তুলতে ওআইসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সংহতিকে কৌশলগত ও টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।”
রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বারোপ
বক্তব্যে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, “আইসিজেতে চলমান মামলায় ওআইসির আইনি সহায়তা ও ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা সংকটকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।”
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং আইসিজের মামলায় অর্থায়নে সহযোগিতার আহ্বান জানান।
ডেঙ্গুতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা,একদিনেই ৩৫২ রোগী হাসপাতালে ভর্তি
দ্বিপাক্ষিক বৈঠক
সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উটামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাইদভ বাখতিয়র ওদিলোভিচ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
Leave a Reply