রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদী থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ইলিশের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ,সমুদ্রে নামছেন উপকূলের জেলেরা
বুধবার (১১ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান।
নিহতের নাম আসলাম প্রামাণিক (৪৫)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিকের ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।
নিহতের ভাই শাজাহান প্রামাণিক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে আসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর তারা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন সকালে চন্দনা নদীতে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান।
যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ,উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস
ওসি জাহেদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
Leave a Reply