ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৮ জুন) রাতে জর্ডানের সংবাদমাধ্যম রয়্যাল নিউজ এই তথ্য জানিয়েছে।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ,উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জন
সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা দীর্ঘপাল্লার ‘সেজ্জিল’ মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ১২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই সঙ্গে ইসরায়েলের সমগ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে বলে দাবি করে আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পথ নিশ্চিত করতে ইসরায়েলের আকাশ কার্যত শূন্য করে দেওয়া হয়েছে।”
বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে:রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply