ইসরায়েলের ওপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পাশাপাশি, জনগণকে অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ইসরায়েল সামনে দুটি বিকল্পের মুখোমুখি—“মরো অথবা পালাও।”
তুরস্কের প্রস্তুতি: বাড়ানো হয়েছে সীমান্ত নিরাপত্তা
ইরান-ইসরায়েল সংঘাতের উত্তেজনার মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে তুরস্কের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মরো অথবা পালাও:ইরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান
সূত্র আরও জানায়, এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের ‘অস্বাভাবিক’ প্রবাহ দেখা যায়নি। তবে তুরস্ক স্থানীয়ভাবে উৎপাদিত বহুস্তরবিশিষ্ট রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যাতে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে প্রতিরক্ষা প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা যায়।
Leave a Reply