ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২০ জুন) বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইরান, যুক্তরাজ্য, ইরাক ও লেবাননসহ নানা স্থানে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের এক পর্যায়ে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
ঘিওরে জমি বিরোধে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা,দেবর পলাতক
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের ইংল্যান্ডের মধ্যাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (RAF) ব্রিজ নর্টন ঘাঁটিতে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে এবং দুটি সামরিক বিমান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভকারীরা যুক্তরাজ্য সরকারের গাজা যুদ্ধ বিষয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদ জানায়।
ফিলিস্তিনপন্থি অ্যাকটিভিস্ট সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ জানিয়েছে, তাদের দুই সদস্য স্কুটারযোগে ঘাঁটিতে ঢুকে একটি ‘ভয়েজার’ বিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করে এবং একটি ক্রাউবার দিয়ে হামলা চালায়। তারা জানান, লাল রঙটি গাজায় ফিলিস্তিনি রক্তপাতের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা রাখা হয়।
গ্রুপটির দাবি, কর্মীরা ঘাঁটি থেকে নিরাপদে বেরিয়ে গেছে এবং গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক্স-এ (সাবেক টুইটার) এই হামলাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র বাহিনী জাতির গর্ব, যারা দেশের জন্য জীবন বাজি রাখেন। তাদের প্রতি সম্মান দেখানো সকলের দায়িত্ব।
‘দ্রৌপদীর শাড়ি’ থিমে মিথিলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্নিগ্ধ লুক
প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করতে দ্রুত তদন্ত ও সামগ্রিক নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
Leave a Reply