সারাদেশে হঠাৎ করেই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন নারী।
মানিকগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরণ
চলতি জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪ জনে। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ডেঙ্গু পরিস্থিতিতে বরিশাল বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আজকের ৩৫২ জন নতুন রোগীর মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের। তার মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বরগুনা সদর হাসপাতালে আজ ৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।
আজকের মৃত্যু সংবাদে জানানো হয়েছে, কুমিল্লা জেলার ২৫ বছর বয়সী এক নারী কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেকই নারী।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্থানীয় পর্যায়ের অনুসন্ধানে উঠে আসছে আরও উদ্বেগজনক তথ্য। অনেক রোগী হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন, ফলে প্রকৃত চিত্র সরকারি পরিসংখ্যানে প্রতিফলিত হচ্ছে না। মুক্তাঙ্গনের অনুসন্ধানে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫ জন বলা হলেও প্রকৃত মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে এ বছরের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply