ফোনালাপ ফাঁসের ঘটনায় সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত
ফোনালাপ ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত এলো।
গাজীপুরে শ্রমিক হৃদয় হত্যায় আরও একজন গ্রেপ্তার
প্রসঙ্গত, গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি বিতর্কিত সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এরপর থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে ফোনালাপ ফাঁস হলে দেশে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয় এবং তার পদত্যাগের দাবি ওঠে।
এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১ জুলাই) থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ৭-২ ভোটে পেতংতার্নকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।
সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের
২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পদচ্যুত হলে পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে পার্লামেন্ট। ৩৭ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
Leave a Reply