সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরবের পবিত্র নগরী মক্কা বা আশপাশের পবিত্র স্থানে অবস্থান না করতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, হজ বিধিমালা লঙ্ঘনকারী ভিজিট ভিসাধারীদের পৃষ্ঠপোষকতা, পরিবহন, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা, অথবা তাদের আবাসনের ব্যবস্থা না করার অনুরোধও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জানানো হয়, সৌদি সরকার চলতি বছর অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কেবলমাত্র বৈধ অনুমতিপত্র, মক্কায় নিবন্ধিত বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র (ইকামা) এবং সরকার অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কায় প্রবেশ করতে পারবেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, হজ পারমিট ব্যতীত হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এমন সহায়তার প্রমাণ মিললে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন বাজেয়াপ্ত করা এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বহিষ্কারসহ ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।
এই বিধান ২০২৫ সালের জিলকদ মাসের ১ তারিখ (২৯ এপ্রিল) থেকে জিলহজ মাসের ১৪ তারিখ (১০ জুন) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে ভিজিট ভিসাধারীদের চলাচলের ওপর থাকবে কড়া নজরদারি।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সৌদি আরবের আইন-কানুন মেনে চলা অপরিহার্য। প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত এবং দেশটি বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, তাই সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তিনি অননুমোদিত হজ পালনে বিরত থাকার আহ্বান জানান।
ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, হজ একটি দ্বিরাষ্ট্রীয় ও সমন্বিত ব্যবস্থাপনা। সৌদি আরব হজ বিষয়ে মুখ্য ভূমিকা পালন করে এবং অংশীজনদের সহযোগিতা ছাড়া সুশৃঙ্খল হজ আয়োজন সম্ভব নয়। তাই ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের নেওয়া সব পদক্ষেপকে স্বাগত জানায়।
তিনি হজের পবিত্রতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে টিম স্পিরিটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ ২০২৫ সালে একটি সফল হজ আয়োজন করতে পারবে।
Leave a Reply