নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তবে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার অনুমতি দেন।
আইভীর আইনজীবীরা জানান, জুলাই আন্দোলনের সময় তিনি মাঠে নামেননি। তাদের অভিযোগ, শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হলেও, আইভীকে গ্রেফতার করা হয়েছে।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি। উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।”
এর আগে, গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
Leave a Reply