ইসরায়েলের চালানো এক বিমান হামলায় ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক আলজাজিরা ও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চরম অনিয়ম: ওষুধ বাণিজ্য,পরীক্ষা বাবদ ঘুষ,রোগীদের ভোগান্তি চরমে
নিহত বিজ্ঞানীরা হলেন—আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।
তেহরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরসহ বেশ কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ‘নেশন অব লায়ন্স’ নামের অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ইরানের পরমাণু, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় আমাদের আক্রমণ অব্যাহত থাকবে যতক্ষণ না মিশন সম্পূর্ণ হয়।”
ইসরায়েলজুড়ে ইতোমধ্যে ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার শঙ্কায় বেসামরিক নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দাবিতে ইরানে বিক্ষোভ,জর্ডানে ভূপাতিত ইরানি ড্রোন
এদিকে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটিতে ইরান ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে, যেগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও ইরানি ড্রোনগুলোকে আকাশে উড়তে দেখা গেছে।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, তবে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।
Leave a Reply