জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, “কমিশন কারও প্রতিপক্ষ নয়। আমাদের মূল লক্ষ্য একটি জাতীয় সনদ প্রণয়ন, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়ক হবে।”
শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ চলাকালীন ড. আলী রীয়াজ এসব কথা বলেন।
মালয়েশিয়ায় যাবে ১২ লাখ কর্মী!
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই। তবে জাতীয় স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মত প্রকাশ করতে হবে এবং একইসঙ্গে ছাড় দেয়ার মানসিকতাও রাখতে হবে। সব বিষয়ে একমত হওয়া না গেলেও রাষ্ট্র গঠনের মৌলিক প্রশ্নে ঐকমত্য সম্ভব।”
সংলাপে ১২ দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ জানান, কমিশনের প্রস্তাবিত ১১২টি সংস্কারের সঙ্গে তারা একমত; তবে ২৬টি সুপারিশের বিষয়ে তাদের আপত্তি রয়েছে।
Leave a Reply