মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গরের বেস্তারি জয়া এলাকায় একটি পামওয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশিসহ চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান এক প্রতিবেদনে জানায়, দগ্ধদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন নেপালি এবং একজন মালয়েশীয় নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে হলেও, বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ২০২৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক কম হবে: আইএমএফ
মালয়েশিয়ার উদ্ধারকারী কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে চারজন কর্মী আগুনে দগ্ধ হন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের তড়িঘড়ি করে তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
Leave a Reply