ইরান যদি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে পাল্টা আঘাতে রাজধানী তেহরানকে ‘জ্বালিয়ে দেওয়া’ হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ হামলার জন্য ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
“সংবাদে বাঁধা ছুটি”
শনিবার (১৪ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে কাৎজ বলেন, ‘ইরানের স্বৈরশাসকরা দেশটির সাধারণ জনগণকে জিম্মি করে তুলছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে বিশেষ করে তেহরানের নাগরিকদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হতে পারে।’
তিনি আরও বলেন, “ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের অপরাধমূলক ক্ষেপণাস্ত্র হামলার কঠিন মূল্য দিতে হবে। যদি (আয়াতুল্লাহ আলী) খামেনি আমাদের ভূখণ্ডে হামলা চালানো অব্যাহত রাখেন, তবে তেহরান জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল: তেলআবিবে ভয়াবহ বিস্ফোরণ,নিহত অন্তত ৩
সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।
Leave a Reply