ঢাকা মহানগরীসহ সারাদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সঠিক চিত্র নিরূপণে ‘এসেসমেন্ট টুলস’ ব্যবহার শুরু করছে সরকার। আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ছয় মাসব্যাপী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের শিখন অবস্থা নির্ধারণে এসেসমেন্ট টুলস ব্যবহৃত হবে।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সক্ষমতা, উপস্থিতি, বিদ্যালয়ের পরিবেশ, পাঠদানের পদ্ধতি এবং সার্বিক শিক্ষার মান যাচাই করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ নির্ধারিত সময় অনুযায়ী এসেসমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করবেন।
প্রথম ধাপে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রতিদিন একটি শ্রেণির একটি বিষয়ের মূল্যায়ন করা হবে। ১৬ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে শিখন ঘাটতি নিরূপণ করে সংশ্লিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এরপর ২৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে remedial কার্যক্রম।
এসেসমেন্টের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের অন্তত ২৫ শতাংশ শিক্ষার্থীর মান পুনঃপর্যালোচনা করা হবে, যার মধ্যে ১০ শতাংশ শিক্ষার্থীর শিখন অগ্রগতি বিশেষভাবে পর্যালোচনার আওতায় আসবে।
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম চালু করা হবে। এছাড়া জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনারগণ নিজ নিজ এলাকার কার্যক্রম তদারকি করবেন।
ক্ষমতার দাপটে সাবেক দুই সিইসি গ্রেফতার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামরুল হাসান বলেন, “সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। এসেসমেন্ট টুলসের মাধ্যমে মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সহায়তা নিশ্চিত করা হবে।”
Leave a Reply