কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষক নিজেই ভৈরব থানায় মামলাটি দায়ের করেন।
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
আসামি আজিম রানা গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি এবং মানিকদী গ্রামের বাসিন্দা।
বিদ্যালয় সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আজিম রানাদের বসবাস। ব্যক্তিগত প্রয়োজনে তিনি প্রায়ই বিদ্যালয়ের সম্পদ ব্যবহার করে থাকেন। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর কাউকে কিছু না জানিয়ে বিদ্যালয়ের পানির পাম্প ব্যবহার করে নিজের পুকুরে পানি দেন তিনি। টানা ব্যবহারে পাম্পটি বিকল হয়ে যায়।
রোববার স্কুল খোলার পর প্রধান শিক্ষক এ কে এম মাসুদ আজিমের বাড়িতে গিয়ে পাম্পটি মেরামতের অনুরোধ জানালে তিনি বাড়িতে ছিলেন না। পরে সোমবার দুপুরে ক্ষিপ্ত অবস্থায় আজিম বিদ্যালয়ে গিয়ে শিক্ষককে গালিগালাজ ও মারধর করেন।
প্রধান শিক্ষক মাসুদ বলেন, “আমি নয় বছর ধরে এখানে কর্মরত। আজিমের আচরণে সবাই আতঙ্কে থাকে। যখন যা ইচ্ছা তাই করেন। আমি শুধু তাঁর পরিবারের কাছে পাম্প মেরামতের অনুরোধ করেছিলাম। সেই কারণেই এই হামলা।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, “ঘটনাটি গুরুতর। স্কুল চলাকালে একজন প্রধান শিক্ষককে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
মামলার পর থেকে আজিম এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি। তিনি আরও জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply