গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে আবারও জোরদার স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। এই অভিযানে অন্তত ১৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আহত হয়েছে আরও বহু মানুষ।
শনিবার (১৭ মে) রাতভর হামলার পর রবিবার (১৮ মে) ইসরায়েলি বাহিনী নতুন করে স্থল অভিযানে নামে। বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে দক্ষিণ কমান্ডের স্থায়ী ও রিজার্ভ সেনাদের মাধ্যমে এই অভিযান চালাচ্ছে।
এদিকে কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি না হওয়ায়, হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ আলোচনায় গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, হামাসের প্রত্যাহার এবং নিরস্ত্রীকরণের প্রস্তাব রাখা হয়েছিল। তবে হামাস এ প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছিল বলে জানানো হয়েছে।
Leave a Reply