পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম মো. মোতালেব হোসেন (৩১)।
আবারও তিন দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সকালে শারীরিক প্রশিক্ষণ (পিটি) চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোতালেব হোসেন। তাৎক্ষণিকভাবে তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশ ইউনিটে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছয় সপ্তাহব্যাপী সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়িতে আসেন।
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
পুলিশ বিভাগে তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply